ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার পর দেশটি সাময়িকভাবে যুক্তরাষ্ট্র পরিচালনা করবে—এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই দায়িত্ব পালন করবে। তবে এ প্রক্রিয়া কত দিন চলবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানাননি তিনি।শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার-এ-লাগো ক্লাবে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান, রাতের আঁধারে বিশেষ অভিযানে মাদুরোকে আটক করা হয়।

তিনি দাবি করেন, অভিযানের সময় কারাকাস শহরের অনেক এলাকায় বিদ্যুৎ বন্ধ ছিল। এতে ভেনেজুয়েলার সামরিক সক্ষমতা কার্যত অচল হয়ে পড়ে। ট্রাম্পের ভাষায়, এটি ছিল ‘অত্যন্ত দক্ষ ও সফল’ একটি অভিযান।মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হননি এবং যুক্তরাষ্ট্রের কোনো সামরিক সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়নি।

তিনি জানান, অভিযানে বহু হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং বিপুলসংখ্যক সেনা অংশ নেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের বিশেষ দল—হোস্টেজ রেসকিউ টিম (উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযান ও গ্রেপ্তারে দক্ষ ইউনিট)—এই অভিযানে সহায়তা করেছে।এর আগে ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে বলেন, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আইও জিমায় করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে। হেলিকপ্টারে করে তাদের জাহাজে তোলা হয় বলে জানান তিনি। এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, সংবিধান অনুযায়ী নিকোলা মাদুরোই ভেনেজুয়েলার বৈধ ও নির্বাচিত প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, একজন রাষ্ট্রপ্রধানকে জোর করে তুলে নেওয়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার ভূখণ্ডে মাদুরোর উপস্থিতি নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *