ছবিতে মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে কালিহাতীর নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের এ ঘোষণা দেন তিনি।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
এবার এই আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় সদস্য ও শিল্পপতি লুৎফর রহমান মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এবং জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো ও ড্যাব নেতা অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আবদুল লতিফ সিদ্দিকী বলেন, গত কয়েকদিন ধরে আমি দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম—নির্বাচনে অংশ নেব কি না। আমি সবসময় জনগণের মতামত ও রায়কে প্রাধান্য দিয়ে রাজনীতি করেছি। আমার কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের আগ্রহ ও অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
