ঘন কুয়াশার কারণে পদ্মার চরে আটকা পড়া লঞ্চ থেকে শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ‘এমএল মিজানুর’ নামের ওই লঞ্চটি মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। শতাধিক যাত্রী নিয়ে পথিমধ্যে ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে ফেলে লঞ্চটি। পরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের বিপরীতে কলাবাগান এলাকায় পদ্মা নদীর চরে আটকা পড়ে।
পরে ওই লঞ্চের যাত্রীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে দৌলতদিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসানসহ পুলিশ সদস্যরা ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে যাত্রীদের উদ্ধার করে। এ ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘সংবাদ পেয়ে তাৎক্ষণিক টিম পাঠিয়ে চরে আটকে থাকা লঞ্চ যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।’
