গত কিছুদিনে বাংলাদেশের নারী ক্রিকেট উত্তাল ছিল মাঠের বাইরের নানা বিতর্কে। সেখানে কিছু অভিযোগ ছিল অধিনায়ক নিগার সুলতানার দিকেও। তবে বিসিবি আস্থা রাখল তার ওপরই। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই কিপার-ব্যাটারই।
নেপালে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট দিয়ে অবিশ্বাস্যভাবে এক বছর পর টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সংস্করণে তারা সবশেষ খেলেছিল গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেই সফরে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে একটি স্কোয়াডই ছিল। সেই দল থেকে এবার পরিবর্তন আছে তিনটি। ১৬ জনের সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুর্শিদা খাতুন, লতা মন্ডল ও তাজ নেহার। এবার ১৫ জনের দলে ফিরেছেন অলরাউন্ডার রিতু মনি, নতুন মুখ জুয়াইরিয়া ফেরদৌস।
গত জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন জুয়াইরিয়া। গত নভেম্বরে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ১৩১.২৫ স্ট্রাইক রেটে ১৮৯ রান করে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের পুরস্কার জেতেন ২০ বছর বয়সী এই ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেটে কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও দলে টিকে গেছেন ফারজানা হক। এক বছর আগে সবশেষ সিরিজের স্কোয়াডে তিনি ছিলেন। তবে কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। টি-টোয়েন্টিতে দেশের হয়ে সবশেষ খেলেছিলেন তিনি ২০২৩ সালের মে মাসে। ৮৪ টি-টোয়েন্টি খেলে তার স্ট্রাইক রেট ৮১.৬২।
১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করবে বাংলাদেশ। ২০ জানুয়ারি তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, ২২ জানুয়ারি নামিবিয়া ও ২৪ জানুয়ারি আয়ারল্যান্ড। ১০ দলের আসরে দুটি গ্রুপে আছে পাঁচটি করে দল। প্রতি গ্রুপের শীর্ষ তিনটি করে দল উঠবে সুপার সিক্সে। সেখান থেকে শীর্ষ চার দল খেলবে বিশ্বকাপে আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাছাইয়ের মূল লড়াই শুরুর আগে গা গরমের ম্যাচে বাংলাদেশ ১৪ জানুয়ারি খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, ১৬ জানুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন।
স্ট্যান্ড বাই : শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া, হাবিবা ইসলাম পিঙ্কি।
