আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী প্রচারণার লক্ষ্যে ‘ভোটের গাড়ি—সুপার ক্যারাভান’ যাত্রা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ক্যারাভানটি মুন্সীগঞ্জ সদর উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করবে।
এ সময় সুপার ক্যারাভানের মাধ্যমে নির্বাচন ও গণভোট-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বার্তা ও সচেতনতামূলক উপস্থাপনা প্রচার করা হবে। সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য।
এ উপলক্ষে মুন্সীগঞ্জবাসীকে উক্ত প্রচারণা কার্যক্রম উপভোগ ও অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ।
