চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৪০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস শাখা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম।গত বুধবার রাত ৯টা ৫২ মিনিটের দিকে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টন বিদেশি সিগারেট (মন্ড ব্র্যান্ড) উদ্ধার করা হয়।কাস্টমস সূত্র জানায়, ওই যাত্রীর নাম মিনহাজুল করিম সজীব। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
এছাড়া একই সময়ে আন্তর্জাতিক আগমনী হলের লাগেজ বেল্টের ওপর পরিত্যক্ত অবস্থায় আরও ২৪০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা সিগারেটের বিপরীতে প্রাক্কলিত রাজস্ব নির্ধারণ করা হয়েছে ২৯ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে যাত্রীর কাছ থেকে উদ্ধার করা ২০০ কার্টন সিগারেটের রাজস্ব মূল্য ধরা হয়েছে ৭ লাখ টাকা এবং পরিত্যক্ত অবস্থায় পাওয়া ২৪০ কার্টন সিগারেটের রাজস্ব মূল্য ২২ লাখ ৮০ হাজার টাকা।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা সব সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
তবে আটক যাত্রীকে বিমানবন্দর কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।
